হল ছাড়বে না কুবি শিক্ষার্থীরা,জোর করবে না প্রশাসন
প্রতিনিধি ।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের পাঁচ আবাসিক হলের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেইট থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়। পরবর্তীতে তারা নজরুল,ধীরেন্দ্রনাথ দত্ত, শেখ হাসিনা ও ফয়জুন্নেছা হলের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেয়।
এই সময় তারা ‘হল আমরা ছাড়বো না হল কারো বাপের না, ধিক্কার ধিক্কার কুবির প্রশাসন, প্রশাসনের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, প্রশাসনের সিদ্ধান্ত মানি না মানবো না’ বলে স্লোগান দিতে থাকে।
এই সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক হলের শিক্ষার্থী রকিবুল হাসান সোহাগ বলেন, ‘আমরা হল ছাড়বো কেনো? হল আমার অধিকার, এই হল থেকে আমাকে বের করার অধিকার কারো নেই।’
শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী জান্নাতুন নিশা বলেন, ‘আমরা নিজেদের হল ছাড়া কী রাস্তায় নিরাপদ? প্রশাসন কী বুঝে এই সিদ্ধান্ত নিলেন এমন অবস্থায়? হল আমার দেশের মানুষের টাকায় বানানো, দেশের মানুষের টাকায় চলে, আমার টাকায় চলে, সেটা আমি প্রশাসনের কথায় ছাড়তে বাধ্য না, আমি হল ছাড়বো না।’
প্রশাসনিক ভবনের সামনে মিছিল চলাকালে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমাদের হল প্রশাসনের সাথে কথা হয়েছে তারা আমাদের নিশ্চয়তা দিয়েছেন শিক্ষার্থীরা যদি হল না ছাড়তে চায় তবে তাদের জোর করে বের করা হবে না।’
এর আগে আজ সকালে ৯৮ তম সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজ বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে পাঁচটি আবাসিক হল আছে সেগুলো আজ বিকেল ৫টার মধ্যে ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়।’