১৩ জন পরীক্ষার্থীর নিকট মোবাইল ফোন ও নকল
প্রতিনিধি।
কুমিল্লার বরুড়া, মনোহরগঞ্জ ও লালমাই উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ১৩ জন পরীক্ষার্থীর মিলেছে মোবাইল ফোন ও নকল। তাদেরকে বহিস্কার করা হয়েছে। তাদের মধ্যে কলেজের ৫জন এবং মাদ্রাসার ৮জন।
বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং জানান, বৃহস্পতিবার এইচএসসি ও দাখিল সমমানের পরীক্ষা ছিলো। উপজেলার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্র, আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্র এবং বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা কেন্দ্রে তিনিসহ সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাসান পরিদর্শন করেন। এ সময় ১১ জন শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও বেশ কিছু নকল জব্দ করেন।
যার মধ্যে বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৮ জন পরীক্ষার্থীকে তল্লাশি করে ৮টি মোবাইল ফোন ও নকল, শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে ১ জন পরীক্ষার্থীকে তল্লাশি করে ১টি মোবাইল ও নকল এবং আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীকে তল্লাশি করে মোবাইল ফোন ও নকল পাওয়া যায়।
এদিকে অসদুপায় অবলম্বনের দায়ে জেলার মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজন ও লালমাই উপজেলার ছোট শরীফপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে একজনকে বহিস্কার করা হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, কুমিল্লা বোর্ডেও অধীনে বিভিন্ন কলেজের ৫ জন শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়।