১৫ বছর পর দেবিদ্বারে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
প্রতিনিধি ||
ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার জামায়েত ইসলামী ও বিরোধী নেতাকর্মীদের গায়েবি মামলায় ও গ্রেফতার করে মাসের পর মাস কারাগারে বন্দি রেখে বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। শুধু মাত্র কুমিল্লার দেবিদ্বারেই দুই শতাধিক নেতা-কর্মী ফ্যাসিস্টদের জুলুমের শিকার হয়ে কারাবরণ করতে হয়েছে। আজ আমরা মুক্ত, তাই ১৫ বছর পর আগামী ২৫ জানুয়ারি দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করেছি।
বুধবার (২২ জানুয়ারি) দেবিদ্বার পৌর শহরের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ কথা জানান কুমিল্লা উত্তর ও দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বক্তারা আরো বলেন, এই কর্মী সম্মেলনের আয়োজন করেছে দেবিদ্বার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। প্রধান বক্তা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান। বিশেষ অতিথি ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনকে কেন্দ্র করে আমাদের গণসংযোগ ও ব্যাপক প্রচার-প্রচারণার চালিয়েছি। ২০ হাজার নেতাকর্মী উপস্থিত হবে বলে আমরা ধারণা করছি।
এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, সহকারী সেক্রেটারি মো. শরীফুল ইসলাম সরকার, দেবিদ্বার এস এ সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা সরকার, দেবিদ্বার পৌর জামায়াতে ইসলামীর আমির ফেরদৌস আহমেদ, সেক্রেটারি মো. ওয়ালী উল্লাহ, মাওলানা রুহুল আমিন সরকার, মো. তমিজ উদ্দিন প্রমুখ।