২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হলেন কুমিল্লার ঈশিকা

আমোদ অনলাইন;

inside post

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ঈশিকা জান্নাত। গুচ্ছ পরীক্ষায় তার সর্বোচ্চ নম্বর ৮৬.৭৫।

 

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে (gstadmission.ac.bd) ফল প্রকাশ করা হয়। শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ‘সি’ ইউনিটে মোট ৪২ হাজার ১৮০ শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৩৯ হাজার ৭৩ জন। পরীক্ষায় পাস করেছেন ২৩ হাজার ২২৮ জন। পাসের হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ। গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা, GST ভর্তি ওয়েবসাইট থেকে নিজ নিজ ভর্তির ফল জানতে পারবেন। গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ আগস্ট বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন