৪হাজার মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান
হাসিবুল ইসলাম সজিব।।
কুমিল্লার বরুড়া উপজেলার ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়া কুমিল্লা নিউ ভিশন মডেল হসপিটালের সৌজন্যে ডায়াবেটিস, ব্লাড পেসার ও ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়।
২৫ ডিসেম্বর হরিশপুরা কামাল হোসেন কলেজে দিন ব্যাপী শতাধিক বিভিন্ন বিভাগের ডাক্তারদের তত্বাবধানে প্রায় ৪ হাজার রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
আগামীকাল বরুড়ার কয়েকটি প্রাইভেট হসপিটালে জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি সুন্নতে খতনা করা হবে। এদিকে ৫০ জন চক্ষুরোগীকে কুমিল্লার আলেখাচর চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ।
ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি ও সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতি বরুড়া উপজেলায় ইতিমধ্যে কয়েকটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় হরিশপুরা কামাল হোসেন কলেজে এ আয়োজন করেছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কামাল হোসেন এ ফ্রি মেডিকেল ক্যাম্পে পৃষ্ঠ পোষকতা করেন।
বরুড়া ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ভবানীপুর ইউনিয়নের সাবেক চারবারের চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু বলেন, ঢাকাস্থ জনকল্যাণ সমিতি যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সাবেক যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদের দক্ষ নেতৃত্বে বহিঃপ্রকাশ আজকের এ আয়োজন। প্রফেসর ডাঃ রুহুল আমিন এশিয়া মহাদেশের একজন অন্যতম শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার। তার উপস্থিতি ফ্রি মেডিকেল ক্যাম্পকে প্রাণবন্ত করে তোলে। ডাঃ সেলিম সাহেবকে অভিনন্দন জানাই বরুড়া স্মরণ রেখে আজ আমাদের বরুড়া হরিশপুরা কামাল হোসেন কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পে আসায়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ হাছান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক, সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক বরুড়া উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজ আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, অধ্যাপক ফরহাদুল ইসলাম, আবদুল মমিন পাটোয়ারী, সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের একান্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন কল্লোল, আদ্রা ইউনিয়ন চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ সোহেল পারভেজ, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুল আলম হেলান, মাইশা গ্রুপের এমডি মু মুজাম্মেল হক ভূইয়া ,কুমিল্লা তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আলমগীর হোছাইন ভূইয়া,সহকারী সেক্রেটারি ডা: মজিবুর রহমানসহ মেডিকেল ক্যাম্পে ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির অধিকাংশ নেতৃবৃন্দ, ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।