৪ থেকে ১৭ অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

কুমিল্লায় ভিটামিন এ ক্যাপসুল খাবে ১০ লক্ষাধিক শিশু

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ থেকে ১৭ অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয়, কুমিল্লা জেলায় ১০ লক্ষ এক হাজার সাতশ’ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, ডা. হাসান মাহমুদ ইকবাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফিরোজ আল মাহমুদ ও মেডিকেল আফিসার ডা. মো. এনামুল হক।

ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন বলেন, কুমিল্লায় ১০ লক্ষ এক হাজার সাতশ’ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। জেলায় মোট চার হাজার আটশ’ ৩৬টি কেন্দ্রে নয় হাজার ছয়শ’ ৭২ জন মাঠ কর্মী কাজ করবেন।

প্রসঙ্গত, এ বছর ৪ থেকে ১৭ অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।