ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে কুমিল্লায় ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

 

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের “দ্রুত বিচার আইনে” সর্বোচ্চ শাস্তির দাবীতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ১লা অক্টোবর বৃহস্পতিবার বিকালে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের ব্যবস্থাপনায় কুমিল্লা টাউন হল চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের সভাপতি খালেদ সাইফুল্লাহ বলেন, নারী ক্ষমতায়নের মুখরোচক বুলির আড়ালে চলছে নারীর প্রতি সহিংসতা। বর্তমান সরকার নারীর নিরাপত্তা নিশ্চিতে পরিপূর্ণভাবে ব্যর্থ।

সিলেটের এমসি কলেজ নয় শুধু, সারা দেশে আজ ক্ষমতাসীন আওয়ামীলীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ধর্ষণের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এভাবে একটি সমাজ চলতে পারে না । অনতিবিলম্বে ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যকর করতে হবে। অন্যথায় দেশের সচেতন ছাত্র সমাজ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা উত্তর জেলা সহসভাপতি মুহা: রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক কাজী শাখাওয়াত, প্রচার সম্পাদক এইচ. এম. মাহদি, অর্থ সম্পাদক আবু ইউসুফ, দফতর সম্পাদক রাশেদুল ইসলাম, ক্বওমী মাদরাসা সম্পাদক হুসাইন আহমাদ, আলীয়া মাদ্রাসা সম্পাদক মাহদী হাসান, কলেজ সম্পাদক শাহিন বিন শফিক, স্কুল সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক ইয়াকুব, শহর সহসভাপতি ইউসুফসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তি।।