৪ হাজার টাকা লুটে ইটের আঘাতে বন্ধুকে খুন

আবদুল্লাহ আল মারুফ।।
কুমিল্লায় চার হাজার টাকার লুট করতে বন্ধুকে ইটের আঘাতে খুন করা হয়। এই ঘটনার মামলায় অপর বন্ধুর মৃত্যুদ- ও ১০ হাজার টাকা অর্থদ-ের আদেশ দিয়েছে আদালত। ঘটনার ১৬ বছর পর বৃহস্পতিবার বিকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী রেবেকা সুলতানা। দ-প্রাপ্ত আসামি কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. ইসমাইল।
রাষ্ট্র পক্ষের আইনজীবী রেবেকা সুলতানা জানান, ২০০৬ সালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সানানগর ফকির বাড়ির শাহজাহান ৪ হাজার টাকা নিয়ে রিকশা কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় তিনি তার বন্ধু মো. কবির ও মো. ইসমাইলকে তার সাথে নিয়ে যায়। সেদিন বের হওয়ার পর শাহজাহান আর বাড়ি ফেরেনি। পরে বাড়ির পাশেই মাথায় আঘাত প্রাপ্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনার পরে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার স্ত্রী আমেনা বেগম। কিছুদিন পর মামলায় শাহজাহানের দুই বন্ধু ইসমাইল ও কবিরকে আসামি করে আদালতে চার্জশিট দেয় দেবিদ্বার থানা পুলিশ। ইসমাইল ঘটনার সত্যতা স্বীকার করেছিল। সে শাহজাহানকে মাথায় ইট দিয়ে আঘাত করে তার ৪ হাজার টাকা লুট করেছে বলে স্বীকার করে। ঘটনার ১৬ বছর পর আদালত ইসমাইলকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে। রায় ঘোষণার সময় ইসমাইল উপস্থিত ছিলেন না। এসময় মামলার অপর আসামি কবিরকে খালাস দেয় আদালত। আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট।