৬ ঘণ্টার পিঠার দোকানের ভাড়া ৪ হাজার

 

inside post

প্রতিনিধি।।

পিঠা উৎসবে ৬ ঘন্টা বসবে পিঠার দোকান। আর ভাড়া নেয়া হয়েছে ৪ হাজার টাকা। যা কুমিল্লা শহর বা শহরতলীর একটি ছোট আকারের দোকানের মাসিক ভাড়ার সমান। শিক্ষার্থীদের সমন্বয়ে এই পিঠা উৎসব হলেও পাহাড় সমতুল্য এই ভাড়া তারপর অন্যান্য উপকরণ ব্যয় তুলতে হবে শিক্ষার্থীদের। ঘটনাটি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পিঠা উৎসবের। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, বসন্ত উপলক্ষে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার ফুটবল খেলার মাঠে এই পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করতে কলেজের বিভিন্ন সংগঠনসহ ৩১টি দোকান রেজিস্ট্রেশন করে দোকান বরাদ্দ নিয়েছে। প্রত্যেকে ৪ হাজার টাকা জমা দিয়ে সেই স্টল বরাদ্দ নিয়েছে। যার মধ্যে আছে, কলেজের বাংলা বিভাগ, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবি ও ইসলামি শিক্ষা, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, গণিত, রসায়ন, পরিসংখ্যান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, হিসাববিদ্যা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, ডিগ্রি (পাস), বিএনসিসি (বিমান), কবি নজরুল হল, রেড ক্রিসেন্ট, আইসিএস পাবলিকেশন, বাঁধন, জেসিডি, অ্যাবরোয়েড স্টাডি, রিগ্যান অ্যাকাডেমি, পূবালী ব্যাংক ও লাইভ এমসিকিউ। কলেজ প্রশাসন একে তারণ্যের উৎসব ও উদ্যোক্তা মেলা-২০২৫ হিসেবে বলা হলেও শিক্ষার্থীরা তা পিঠা উৎসব হিসেবে জানেন। বিভিন্ন বিভাগীয় প্রধান ও স্টল ভাড়া নেয়া ব্যক্তিরা নাম প্রকাশ না করা শর্তে জানান, পূর্বের বছর গুলোতে টাকা নেয়া হতো না। কিন্তু গত বছর ৩ হাজার টাকা করে ভাড়া দেয়া হয়। এবছর ৬ ঘন্টার জন্য ৪ হাজার টাকায় স্টল অনেক বেশি। সেটির জন্য সরকারি আলাদা কোন বরাদ্দ নেই। যদি বরাদ্দ না থাকে তাহলে কিভাবে এই টাকা দেবে? এই টাকা দেয়ার জন্য নিশ্চই কোন অন্য উপায় বেছে নিতে হবে।

কলেজের পিঠা উৎসবের আহবায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, এটার জন্য আলাদা বরাদ্দ নেই। কিন্তু এটা ডিপার্টমেন্ট সেমিনার থেকে ম্যানেজ করে। কিভাবে ম্যানেজ করে বা সরকারি কোন বরাদ্দ আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা তারুণ্যের উৎসব এখানে অনেকেই স্টল নিয়েছে বলে তিনি এড়িয়ে যান।

আরো পড়ুন