৮০ জন নবীন আলেমকে সংবর্ধনা
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে তাকমিলে হাদিস (মাস্টার্স) সম্পন্নকারী জেলার নবীনগর উপজেলার ৮০ জন নবীন আলেমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
জেলা শহরের মসজিদ রোডস্থ গ্র্যাণ্ড এ. মালেক কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার সিনিয়র শিক্ষক মুফতি শরিফ উদ্দিন হাফিজাহুল্লাহ্র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।
মাওলানা ফরহাদ জহির এবং মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মারুফ কাসেমি, মাওলানা বোরহান উদ্দিন কাসেমি, হাফেজ মুফতি মহিউদ্দিন আশরাফী, মুফতি রাকিবুল হাসান, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।