ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যবাহী লরিচাপায় সিএনজিচালক নিহত
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আরো পড়ুন:
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পপণ্যবাহী লরিচাপায় নিহত হয়েছে সিএনজিচালিত অটোরিকশার চালক মো. কামাল মিয়া (৪৮)। রোববার (১৬ অক্টোবর) সকালে মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যাণ্ড এলাকায় নিহত সিএনজিচালক কামাল মিয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামের মৃৃত মোশকু মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যাণ্ড থেকে ওই অটোরিকশাটি বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এতে চালক ছাড়া কোনো যাত্রী ছিল না। এসময় পেছন থেকে আসা একটি লরি সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক কামাল মিয়া মারা যায়। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত লরি ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হলেও লরির চালক পালিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে