ডাকাতিয়া নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন
বাপা কুমিল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে রোববার ডাকাতিয়া নদীর সুরক্ষা ও উন্নয়নের দাবিতে মানববন্ধন ও সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে। নদীর পাড়ে নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন থেকে ডাকাতিয়া নদীর দখল দূষণ বন্ধসহ নদীর সুরক্ষা ও উন্নয়নে জোরালো দাবি জানানো হয়। পরে লাকসাম প্রেসক্লাবের আহবায়ক মনির আহমেদ মনিরের সভাপতিত্বে ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সংগতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, বাপা আঞ্চলিক কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, লাকসামের স্থানীয় সাংবাদিক মশিউর রহমান সেলিম, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, নুরুদ্দিন নুরু, মোঃ কামাল হোসেন ও বাপা আঞ্চলিক কুমিল্লা শাখার প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুবর শিশির।
সংহতি সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন. ডাকাতিয়া নদী লাকসাম অঞ্চলের অর্থনীতি শিক্ষা সংস্কৃতির উন্নয়নে যুগে যুগে অবদান রেখেছে, কিন্তু সময়ের পরিবর্তনে ডাকাতিয়া নদীতে বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর অব্যাহত অনাচার ও দখল দূষণের কারণে নদীটি প্রায় আজ ধ্বংসের মুখে পড়েছে । এই অবস্থা থেকে উত্তরণে লাকসামের স্হানীয় জনতাসহ কুমিল্লাবাসীর আন্তরিক ও সক্রিয় ভূমিকা তিনি আশা করেন।-প্রেস বিজ্ঞপ্তি।