বিদায় বছরে দুই কোটি ১৪ লাখ টাকা জরিমানা গুনেছেন কুমিল্লার মানুষ

আবু সুফিয়ান রাসেল।।

২০২০ সালে মোবাইল কোর্ট বিভিন্ন অভিযানে ২ কোটি ১৪ লাখ ৭ হাজার ৭৭০ টাকা জরিমানা গুনেছেন কুমিল্লার মানুষ। বিদায় বছরে ২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭ হাজার ৬৮টি মামলায় ৮ হাজার ২৯৪ জনকে আসামি করে অর্থদন্ড প্রদান করা হয়।

কুমিল্লা জেলা প্রধান ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর জানান,আইন শৃঙ্খলা রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, মাদক চোরাচালান রোধ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে কুমিল্লা নগরী ও ১৮ উপজেলায় ৫২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে গত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১২ মাসে ২ কোটি ১৪ লাখ ৭ হাজার ৭৭০ টাকা রাজস্ব পেয়েছে সরকার। যা ২০১৯ বছর থেকে রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।  িভ্রাম্যমাণ আদালতে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা সহযোগীতা করেছেন।