অধ্যাপক মোজাফফর আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

 

inside post

অফিস রিপোর্টার।।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী সরকারের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহম্মদ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত নেতার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

রোববার অধ্যাপক মোজাফফর আহম্মদ’র বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ আলী ফারুক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, বাংলাদেশ কৃষক সমিতি কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির, ন্যাপ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম সুলতান আহাম্মেদ, উপজেলা সভাপতি অনিল চক্রবর্তী প্রমুখ।

এ সময় অধ্যাপক মোজাফ্ফর আহমেদ’র কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ন্যাপ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌর কমিটি, সিপিবি কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটি, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির, এলাহাবাদ কলেজ, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

বক্তারা বলেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সভাপতি, নির্লোভ- ত্যাগী রাজনীতিক ও ভাষা সৈনিক অধ্যাপক মোজাফফর আহমদকে স্মরণে রাখার জন্য এলাহাবাদে তাঁর সমাধিকে ঘিরে প্রতি বছর ‘মুজাফফর মেলার’ আয়োজন করতে হবে। চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ কার্যালয়ের পাঠাগারটি গণপাঠাগারে রূপান্তরিত করতে হবে, এখানে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র চালু করাসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।

আরো পড়ুন