বিশ্ব হার্ট দিবসে সাইকেলে ডিসি

অফিস রিপোর্ট।।
সাইকেল চালিয়ে বিশ্ব হার্ট দিবসের কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান। সাইকেল র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগর উদ্যানের জাতির জনকের ম্যুরালে গিয়ে শেষ হয়। বুধবার হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশের উদ্যোগে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর কুমিল্লা টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হার্ট কেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক শওকত ওসমান।

 

inside post

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহাজাহান, সহ-সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা কমরেড আনোয়ার হোসেন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায় ও পুলিশ পরিদর্শক মাইনুদ্দিন প্রমুখ।
এছাড়া একই সময় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ, ইনার হুইল ক্লাব ও বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতিসহ নানা সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।

আরো পড়ুন