চান্দিনায় শতাধিক কৃষকেদের সাথে ব্র্যাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

inside post

শতাধিক কৃষকদের সাথে ব্র্যাক সিড এগ্রো এন্টার প্রাইজ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর এলাকায় শতাধিক কৃষকের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এগ্রো এন্টার প্রাইজ এর চট্রগ্রাম রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার মো: মনিরুজ্জামান খান, টেরিটোরি সেলস অফিসার মওদুদ আহম্মদ,স্থানীয় ডিলার মো: এনামুল হক, মো: মমিনুল ইসলাম,সাব ডিলার মো: মিজানুর রহমান, মো:ফারুক হোসেন এবং আরও উপস্থিত ছিলেন স্থানীয় কৃষকগন। ব্র্যাক সিড কতৃক বাজার জাতকৃত বীজ আলু ,সবজি বীজ,ধানবীজ ,ভূট্রাবীজ ও মাইক্রো নিউ ট্রেননিয়ে কৃষকদের সাথে চাষাবাদ ও গুনগতমান সর্ম্পকে আলোচনা করা হয়। এতে ব্র্যাক সিড এগ্রো এন্টার প্রাইজ এর প্রতি সকলের আস্থা ও ভালো ধারনা হয়। এবং আগামীতে সবাই ব্র্যাকের সকল প্রোডাক্ট চাষ করবে বলে আশা প্রকাশ করেন।

–সংবাদ বিজ্ঞপ্তি

আরো পড়ুন