ফেসবুকে ছড়িয়ে পড়েছে কাউন্সিলর সোহেলের কণ্ঠের  ইসলামিক সংগীত 

inside post
মহিউদ্দিন মোল্লা , কুমিল্লা।  কুমিল্লায় নিজ কার্যালয়ে প্রকাশ্য দিবালোকে  নিহত কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল সুযোগ পেলেই ইসলামিক সংগীত পরিবেশন করতেন।
তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঘুরছে বিভিন্ন সময় তার গাওয়া   ইসলামি সংগীতের ভিডিও।
একটি ভিডিওতে দেখা যায় মসজিদে মাইক্রোফোন হাতে কাউন্সিলর সোহেল ইসলামী সংগীত পরিবেশন করছেন।
নগরীর পাথুরীয়া পাড়ার বাসিন্দা আহসান হাবিব বলেন,  কাউন্সিলর সোহেল নিয়মিত নামাজ আদায় করতেন।
আরেকটি  ভিডিওতে দেখা যায়, চলতি বছর ৬ নভেম্বর তার এলাকায় কাউন্সিলর সোহেল একটি ওয়াজ মাহফিলের স্টেজে বসে ইসলামি সংগীত পরিবেশন করেন। এ সময় সহস্রাধিক উপস্থিত জনতা করতালি দেয়।
কুমিল্লা সিটি মেয়র মোঃ মনিরুল হক সাক্কু বলেন, কাউন্সিলর সোহেল নিয়মিত নামাজ পড়তো। সুযোগ পেলে গজল গাইতো। তার গজলের গলা সুন্দর।  তার এলাকার কোন হিন্দুর বাড়িতে অনুষ্ঠান থাকলেও সবার আগে এগিয়ে যেতো।  সৈয়দ সোহেল কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলো। আর আমাদের দু জনের সম্পর্কটা ছিলো আপন ভাইয়ের মত।
আরো পড়ুন