আইইবি কুমিল্লা কেন্দ্রের ‘মুক্তিযুদ্ধের বিজয় কথন’

 

 

inside post

মহান স্বাধীনতার ৫০ বছর পুর্তি ও কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন বাংলাদেশ (আইইবি),কুমিল্লা কেন্দ্রের সম্মেলন কেন্দ্রে ‘মুক্তিযুদ্ধের বিজয় কথন’ নামে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সেক্টর-২ এর মুক্তিযুদ্ধকালীন ধনপুর ক্যাম্পের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-উর রশিদকে সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক প্রধান আলোচক হিসাবে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু নিয়ে আলোচনা করেন। সংবর্ধিত অতিথি তার যুদ্ধকালিন স্মৃতি তুলে ধরেন। ইলিয়েটগঞ্জ ব্রিজে ডিনামাইট বিস্ফোরণসহ চান্দ্রশ্রী মাজার এলাকায় তার কাঁধে সহযোদ্ধা মুক্তিযোদ্ধার শেষ নিঃশ্বাস ত্যাগের ঘটনাটি উল্লেখ করেন। প্রকৌশলী অম্নান দত্ত অভির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মীর ফজলে রাব্বী। আরো বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রহমত উল্যাহ কবির ও প্রকৌ মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আবুল বাসার। শেষে অতিথি ও উপস্থিত সুধীজন কুমিল্লা বেতারের শিল্পীদের উপস্থাপনায় একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।-প্রেস বিজ্ঞপ্তি।

 

আরো পড়ুন