নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

‘অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন: দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ৫ম বারের মতো রাষ্ট্রীয় উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লায় মানববন্ধন, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়। কুমিল্লা জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন’র সমন্বিত জেলা কার্যালয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পেইজ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র যৌথ উদ্যোগে জেলার টাউন হল এর সম্মুখে আয়োজিত মানববন্ধন, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ ও আলোচনা সভাসহ দিনব্যাপি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক, কুমিল্লা মোহাম্মদ কামরুল হাসান। এতে আরো উপস্থিত ছিলেন ফারুক আহমেদ পিপিএম (বার), পুলিশ সুপার, কুমিল্লা, প্রফেসর ড. আবু জাফর খান অধ্যক্ষ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক। মানববন্ধন কর্মসূচির পর অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে পরে বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা’র সভাপতি রোকেয়া বেগম শেফালী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রথম দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন। তারই যোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে দুর্নীতিমুক্ত করতে ২০০৯ সালে তথ্য অধিকার আইন মহান জাতীয় সংসদে পাশ করেন, যার ফলে নাগরিকরা আজ যে কোন বিষয়ে সংশ্লিষ্ট অফিসে তথ্য চেয়ে আবেদন করে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে ভূমিকা রাখছে। এছাড়াও সরকারি বিভিন্ন সেবাসমূহ ডিজিটাল সুবিধার আওতায় নিয়ে আসার ফলে জনগণ খুব সহজে নাগরিক সেবাসমূহ ভোগ করছে। এতে জনদুর্ভোগ ও দুর্নীতি অনেকাংশে হ্রাস পেয়েছে। তিনি দুর্নীতিপ্রতিরোধে পরিবারের মধ্যে সততা ও সুশাসনের চর্চার বৃদ্ধি করা জরুরী বলে মনে করেন। অধ্যক্ষ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ড. আবু জাফর খান বলেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে এবং উন্নত বিশে^ বাংলাদেশকে নিয়ে যেতে আমাদের একসাথে কাজ করতে হবে। তিনি বিজয়ের মাসে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শপথ গ্রহণের জন্য সবার প্রতি আহবান জানান। আমাদের আজকের দিনে এই শপথ করতে হবে আমরা দুর্নীতি করবো না, দুর্নীতিবাজদের সাথে আপোষ করবো না, তাহলেই আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করতে পারব। মূখ্য আলোচক হিসেবে দুপ্রক কুমিল্লার সহ-সভাপতি অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এবং তাদেরকে দুর্নীতির বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ানোর আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি রোকেয়া বেগম শেফালী’র সরকারি ও বেসকারি সমন্বিত উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশ দুর্নীতির কারণে পিছিয়ে থাকতে না। সুশাসনের চাহিদাকে আরো জোরালো করে একটি কার্যকর দুর্নীতিবিরোধী আন্দোলনের জন্য তরুণ প্রজন্মসহ সকলের প্রতি আহবান জানান। তিনি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের সরকারের এই সিদ্ধান্তের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রাষ্ট্রীয়ভাবে এ দিবস পালনের সিদ্ধান্ত দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ সরকারের প্রদত্ত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষায় রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সদস্য ও সনাক কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ পরিচালক স্থানীয় সরকার শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আফজাল হোসেন, দুদক কুমিল্লার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ঋত্বিক সাহা, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহ মো: আলমগীর খাঁন, সনাক সহ সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়, সনাক সদস্য আনিসুর রহমান আখন্দ, পেইজ এর নির্বাহী পরিচালক লোকমান হাকিম, প্রত্যয় এর নির্বাহী পরিচালক মাহামুদা আক্তার প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।

inside post
আরো পড়ুন