ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবানে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা  শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা  হায়াত উদ দৌলা খান।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, দুদক কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন, জেলা পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু প্রমুখ। সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। আলোচনা সভাশেষে শিল্পকলা একাডেমীর সন্মুখে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের সহায়তা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা পলিসি ফোরাম (ডিপিএফ), টি আইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।