কুমিল্লায় পাঁচ হাজার মানুষ করোনা আক্রান্ত

 

আমোদ রিপোর্টার

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট পাঁচ হাজার জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মঙ্গলবার সদর দক্ষিণে একজনসহ করোনায় মোট মারা গেছে ১৩০ জন। নতুন করে সুস্থ হয়েছেন ১০৫ জন। এনিয়ে জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন দুই হাজার ৯৮৫ জন। মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, কুমিল্লা জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৮২৫ জনের। রিপোর্ট পাওয়া গেছে ২৩ হাজার ৬৭২ জনের। মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন- কুমিল্লা নগরীতে ২০ জন, মনোহরগঞ্জ, ব্রাহ্মণপাড়া, দাউদকান্দি, সদর দক্ষিণ ও আদর্শ সদরে একজন করে, বরুড়ায় তিনজন, লাকসাম দুইজন, বুড়িচং ও চৌদ্দগ্রামে চারজন করে, দেবিদ্বারে নয়জন। মঙ্গলবার সুস্থ হয়েছেন চৌদ্দগ্রামে ৮০ জন, দেবিদ্বারে আটজন, বরুড়া নয়জন, সদর দক্ষিণে চারজন ও বুড়িচংয়ে চারজন।

 

এদিকে এখন থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষার জন্য কন্ট্রোলরুমের এই (০১৩১০০২৬৬৯৪) মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য বলেছেন জেলা সিভিল সার্জন।