শেখ রাসেল ডিজিটাল ল্যাব সক্রিয়করণে কুমিল্লা হবে পথিকৃৎ: জেলা প্রশাসক

অফিস রিপোর্ট।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে স্কুল-কলেজের শিক্ষকদের অংশগ্রহণে চতুর্থ শিল্প বিপ্লবঃ রোবটিক্স ও প্রোগ্রামিং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ২০ ফেব্রুয়ারি বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এ সভায় জেলার ৬ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়া তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকারসহ বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার এসিস্ট্যান্ট প্রোগ্রামারবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানবসম্পদ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রধান হাতিয়ার শিক্ষকসমাজ। তাই তাদেরকেই সর্বপ্রথম তথ্য-প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে। কুমিল্লা জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব শতভাগ সক্রিয়করণের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে আপডেটেড সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর শতভাগ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে কুমিল্লা পথিকৃৎ হিসেবে সারাদেশে প্রতিষ্ঠিত হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বলেন, ‘কুমিল্লা জেলার উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের রোবোটিকস ও প্রোগ্রামিং বিষয়ে আগ্রহী করে তোলার জন্য আমরা একটি একশ্যান প্ল্যান নির্ধারণ করেছি। আগামী ২২ ফেব্রুয়ারি থেকেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব সক্রিয়করণ করা হবে। আগামী ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। উপজেলা পর্যায় থেকে অনন্ত ৫০ জন করে ক্ষুদে প্রোগ্রামার ও ফ্রিল্যান্সার তৈরির পরিকল্পনা রয়েছে।
২০ তারিখ থেকে শুরু হওয়া এ অবহিতকরণ সভা কার্যক্রমে ধাপে ধাপে সকল উপজেলাকে সম্পৃক্ত করা হবে।

inside post
আরো পড়ুন