সংস্কার শেষ না করায় কুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 

inside post

কুবি প্রতিনিধি।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী আবাসিক হলের সামনে থেকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর পর্যন্ত সড়কটির সংস্কার কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ থাকায় এ সড়কে চলাচলকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, পর্যটকদের ভোগান্তি চরমে উঠেছে। সংস্কার কাজ থমকে থাকায় সড়কটি ধুলোবালিতে আছন্ন হয়ে থাকে। এতে ভোগান্তির শিকার শিক্ষার্থীরা বুধবার দুপুরে সড়কটি অবরোধ করে।

আন্দোলনরত শিক্ষার্থী ফার্মেসি বিভাগের ১০ম ব্যাচের ইমাম হোসেন মাসুম বলেন, ‘রাস্তা মেরামত করার নামে পুরো রাস্তাটাকে খুড়ে বেহাল অবস্থা করেছে কর্তৃপক্ষ। ধুলোবালির কারণে শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা চাই, এর একটা সমাধান হোক। ‘

জানা যায়, বিশ্ববিদ্যালেয়র পার্শ্ববর্তী রাস্তার সংস্কারের কাজ শুরু হয় গেল বছরের আগস্ট মাসে। শুরুর পর কয়েকদিন চললেও বেশ কয়েকমাস ধরে সংস্কার কাজ বন্ধ রয়েছে। এতে ভাঙাচোরা সড়কটি ধুলোবালিতে আচ্ছন্ন হয়ে থাকে। এতে করে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন এ সড়কের পাশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীরা।

এসময় ঘটনাস্থলে উপস্থিত সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়কে জানাবো।

এ বিষয়ে প্রক্টর কাজী মো. কামাল উদ্দীন বলেন, সড়কটি বিশ্ববিদ্যালয়ের বাইরে। তবুও উপাচার্য স্যারের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

 

আরো পড়ুন