ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
inside post
কেক কাঁটা, আলোচনা সভাসহ নানান আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য উন্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহানা আক্তার রানী,জেলা মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আনার কলি ও জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবিয়া আক্তার রাখি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় নারী নেতৃত্বকে প্রধান্য দিয়ে আসছেন। আমাদের জাতীয় সংসদের স্পিকার ও শিক্ষা মন্ত্রীসহ অনেক নারী সাংসদ রয়েছেন। নারীরা এখন আর পিছিয়ে নেই। সকল ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বাংলাদেশ  মহিলা আওয়ামীলীগ নারী নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে।
আরো পড়ুন