বাস চালকের বিচার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

কুমিল্লার দেবিদ্বারে বাসের চাপায় উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের ছাত্র রবিউল ও সজিব নিহতের ঘটনায় ঘাতক বাস চালককে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার কলেজ গেটে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো.সফিকুর রহমান বাবুল, প্রভাষক মো.সাইফুল ইসলাম শামীম, নিহত দুই ছাত্রের সহপাঠি জাকারিয়া রিফাত, রাকিবুল হাসান, ইসহাক হাসান, আশিকুর রহমান খানসহ আরো অনেকে। মানববন্ধনে তারা বলেন, দুর্ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও এখনো পুলিশ ঘাতক বাস চালককে গ্রেফতার করতে পারেনি। অবিলম্বের ঘাতক বাস চালকের গ্রেফতার করা না হলে শিক্ষার্থীরা কুমিল্লা- সিলেট মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন।
উল্লেখ্য- গত ১০ মার্চ দুপুরে ক্লাস শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ওই কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম ও সজিব মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।

inside post
আরো পড়ুন