একসাথে তিন ছেলে এক মেয়ের মা হলেন কুমিল্লার শিরিন
অফিস রিপোর্টার।।
কুমিল্লার একটি ক্লিনিকে একসাথে চার সন্তানের জন্ম দিলেন শিরিন আক্তার নামের এক নারী। প্রসূতি শিরিনসহ ওই চার শিশু সুস্থ আছে। সিজারের মাধ্যমে জন্ম নেয়া চার শিশুর তিনটি ছেলে ও একটি মেয়ে। নবজাতকদের বাবা সাইফুল
ইসলাম। তার বাড়ি কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামে। তিনি পেশায় চা দোকানি।
শুক্রবার সাইফুল ইসলাম জানান, ২০১৪ সালে তিনি শিরিন আক্তারকে বিয়ে করেন।
তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পরে আরো সন্তানের জন্য চেষ্টা
করেন। তবে ছয় বছর পার হয়। গত বছরের শেষ সময়ে শিরিন সন্তান সম্ভবা হয়।
বুধবার রাতে একসঙ্গে চার সন্তানের জন্ম হয়। এ নিয়ে আনন্দের পাশাপাশি
দুঃচিন্তাও করছেন সাইফুল। তিনি বলেন, আমি সামান্য চা দোকানি। এত কম
আয়ে কিভাবে পাঁচ ছেলে মেয়েকে লালন পালন করবো তা বুঝতেছি না।
শিরিন আক্তার বলেন, আমরা গরিব মানুষ। এই ক্লিনিকের ডাক্তার লিরা আপা প্রথম
থেকে সহযোগিতা করছেন। সিজারের সময় বলছে টাকা পয়সা নিয়ে চিন্তা না
করতে। সব সময় খবর রাখতাছে।
ডা.নাজমা মজুমদার লিরা জানান, বুধবার রাতে শিরিন আক্তারকে সিজার
করিয়েছি। গর্ভবতী হওয়ার পর থেকে শিরিনকে আমি দেখতাম। নিয়মিত পরীক্ষা
নিরীক্ষা করিয়েছি। বুধবার রাতে ৩০ মিনিট সময় ব্যয় হয়েছে সিজার করাতে।
আগে থেকে রক্ত জোগাড় করা ছিলো, তবে প্রয়োজন হয়নি। সব মিলিয়ে এখন
পর্যন্ত মা ও চার নবজাতক সুস্থ আছেন। একসাথে চারজন নবজাতকের সিজার
করিয়েছি। তারা সুস্থ আছে এটা একজন চিকিৎসক হিসেবে খুব আনন্দের।
শিরিন সাইফুল দম্পত্তি টাকা নিয়ে চিন্তা করছিলো। তাদেরকে আশ্বস্ত করেছি
টাকা নিয়ে যেন চিন্তা না করে।