৮শ’ টাকার তেল ৯৮৫ টাকায় বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পূর্বের গায়ের দাম পাঁচ লিটারের ৮ শত টাকা লেখা থাকলেও তারা ৯৮৫টাকা বিক্রি করছিল। বুধবার কুমিল্লা নগরীর পদুয়ারবাজার এলাকায় খুচরা ও পাইকারি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
তিনি বলেন, তেলের কেনা দামের রশিদ দেখাতে না পারায়, তেল মজুদ করে রাখায় ও পূর্বের তেল বেশি দামে বিক্রি করায় মেসার্স সুমন স্টোর্স, মেসার্স হাজী স্টোর্স, মেসার্স চাওয়া পাওয়া স্টার্স, মেসার্স ওয়ান মিনিট স্টোর্স, মেসার্স সুমন স্টোর -২সহ মোট ৫টি দোকানকে ৩১ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। পূর্বের গায়ের দাম পাঁচ লিটারের ৮ শত টাকা লেখা থাকলেও তারা ৯৮৫টাকা বিক্রি করছিল। এক লিটারের বোতল ১৬০ টাকা পূর্বের গায়ের দাম হলেও ২’শ টাকা করে বিক্রি করছিল। যে কারণে পূর্বের দামে কেনা মজুদ তেল তাৎক্ষণিকভাবে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।