কথা রাখলেন চেয়ারম্যান!

অফিস রিপোর্টার।

inside post

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের নিউ মার্কেটÑইউছুফপুর বাসট্যান্ড একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের দানিস মার্কেট এলাকায় মেয়াদ উত্তীর্ণ হওয়া পূরনো ব্রিজটির একাংশ ভেঙে পড়ে। এতে গাড়ি চালক ও যাত্রীদের মাঝে দেখা দেয় দুর্ঘটনার আতঙ্ক। এছাড়া ইউছুফপুর উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলে তৈরী হয় বাঁধা। ভাঙা ব্রিজটি নিয়ে সামজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে তৈরী হয় আলোচনা। এই নিয়ে ২নং ইউছুফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জাকারিয়া (ম্যানেজার) এর কাছে রোববার জানতে চাইলে দুই দিনের মধ্যে ব্রিজটি সংস্কারের অশ^াস দেন তিনি। এরই ধারবাহিকতায় মঙ্গলবার ভেঙে পড়া ব্রিজটির নিজ উদ্যোগে সংস্কার করেন ইউপি চেয়ারম্যান।

২নং ইউছুফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জাকারিয়া (ম্যানেজার) বলেন, ‘মানুষের সেবা করতে প্রতিনিধি হয়েছি। ব্রিজ ভাঙার বিষয়টি জানার পর দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যতদিন বেঁচে থাকবো আমার ইউনিয়নবাসীর যে কোনো সমস্যায় পাশে থাকবো। ’

আরো পড়ুন