গরিব আধপেটা খেয়ে থাকছে: ড. মোশাররফ

অফিস রিপোর্টার।।
শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার ভয়ভীতি সৃষ্টির জন্য আমাদের ছাত্রনেতা নয়নকে হত্যা করেছে। আপনারা সকল ভয়ভীতি উপেক্ষা করে সমাবেশকে সফল করেছেন। তাই বৃহত্তর কুমিল্লাবাসীকে ধন্যবাদ জানাই। এটা টাউন হলের সমাবেশ নয়, এটা কুমিল্লা শহরের সমাবেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারে থেকে গণতন্ত্রকে হত্যা করেছে। শুধু পার্লামেন্ট নয়, গত ১৪ বছর স্থানীয় সরকারের নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সরকার ৬০০ এর বেশি গুম করেছে, এক হাজারের বেশি বিচারবহির্ভূত হত্যাকা- হয়েছে, এক লাখ মামলা হয়েছে। তারা আমাদের মুখ চিরতরে বন্ধ করে দিতে চায়। আজ অর্থনীতি খাদের কিনারায়। আজ মধ্যবিত্ত গরিব হয়েছে। গরিব আধপেটা খেয়ে থাকছে। সরকার আইনশৃঙ্খলা, বিচার ব্যবস্থা সব ধ্বংস করে দিয়েছে। এই কুমিল্লা ঐতিহ্যবাহী কুমিল্লা। সরকার এই কুমিল্লাকে পছন্দ করে না। তাই নানাভাবে অপঘাত করছে। কুমিল্লার মানুষ কুমিল্লা নামেই বিভাগ চায়। বিভাগ অন্য নামে হলে কুমিল্লার মানুষ প্রত্যাখ্যান করবে। সরকার যে নামেই বিভাগ করুক, আমরা এসে কুমিল্লা নামেই বিভাগ করব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ,ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা, চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ চাঁদপুর,ব্রাহ্মণবাড়িযার প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন।

inside post
আরো পড়ুন