মহাসড়কের জায়গা দেখিয়ে ব্যাংক থেকে ১৫ কোটি লুট: নজরুল ইসলাম খান
অফিস রিপোর্টার।।
শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আপনাদের এই বিশাল সমাবেশ সরকারের হৃৎকম্পন শুরু করেছে। তারা আবোল তাবোল বকছে। তারা এখানে হরতাল ধর্মঘট করেনি। কিন্তু জুলুম-নিপীড়ন করেছে। এই নয়নের রক্ত বৃথা যেতে দেবো না। এই নয়নের রক্তের বিনিময়ে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। গোটা এশিয়া মহাদেশের চেয়ে দেশে গরুর মাংসের দাম বেশি। সব পণ্যের দাম এমন বেড়েছে, তা ক্রয়সীমার বাইরে চলে গেছে। কিছু বললে, তারা আমাদের কর্মীদের গুলি করে মেরে ফেলছে। তারা আমাদের আটজনকে হত্যা করেছে। ঢাকা-ময়নমনসিংহ মহাসড়কের জায়গা দেখিয়ে তারা ব্যাংক থেকে ১৫ কোটি লুট করেছে। তাদের কর্মীরা হাজার কোটি টাকা লোপাট করেছে। দেখা যাক, জনগণ আপনাদের পছন্দ করে, নাকি খালেদাকে পছন্দ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ,ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা, চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ চাঁদপুর,ব্রাহ্মণবাড়িযার প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন।