চান্দিনায় ডা. প্রাণ গোপাল দত্তের নেতৃত্বে আনন্দ র্যালি
প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ র্যালি বের করা হয়। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নেতৃত্বে উপজেলা সদরে ওই র্যালি বের হয়। র্যালিটি চান্দিনা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে থানা কার্যালয়ের সামনে দিয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোকামবাড়ী শাহী ঈদগাহ্ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। এসময় তিনি পবিত্র শব-ই বরাত এর রাতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা, শান্তি প্রতিষ্ঠাসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উনার পরিবারের সদস্যদের জন্য দোয়া করার জন্য উপস্থিত সকলের নিকট অনুরোধ করেন। এছাড়া তিনি আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থের জন্য দোয়া প্রার্থনা করেন। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। ওই র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সাবেক সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মনির খন্দকার, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, ব্যবসায়ী নেতা মো. শামীম হোসেন, যুব মহিলা লীগ সভাপতি রুবি আক্তার প্রমুখ।