সেদিনের বাড়ি ফেরা; মাসুদা তোফা

 

inside post

যেদিন দেশ স্বাধীন, স্বপ্ন স্বাধীন, ফিরছে বাড়ি স্বপ্ন সাথে
ফিরছে সবাই দলে দলে যুদ্ধ শেষে অস্ত্র রেখে স্বপ্ন হাতে।
কোথায় বাড়ি ছাইভষ্ম! কোথায় পাব বাবা মা ভাই বোন?
স্বাধীন দেশে কোথায় খুঁজবে কেউ কি খবর জানে এখন ?
বোবা কান্নার বাড়ি , পোড়া গন্ধ, লাশ, কঙ্কাল
কাকপক্ষী নেই
যাদের হাতে স্বপ্ন সঁপে দিতে ফিরে এলো তাদের দেখা নেই।
অনেক স্বপ্ন আশা বুকে নিয়ে ফিরছে ছেলে মাকে দিবে বলে
লাল সবুজ পতাকা হাতে ফিরছে ভাই, বোনকে দিবে বলে।
অনেক আশার স্বপ্ন নিয়ে ফিরছে প্রেমিক, প্রেমিকাকে ছোঁবে বলে
রক্তর দামে স্বাধীনতা কিনে ফিরছে ছেলে, বাবাকে দিবে বলে।
স্বপ্ন চিঠিটা পরে আছে, দুঃখ জামার বুক পকেটের ভাঁজে
কোথাও কেউ নেই , কান্নার রোল উঠে, আকাশ আঁধার সাজে।
এমনি হাজার কষ্ট ছুঁয়ে স্মৃতির পাতায় স্বপ্ন থাকে পড়ে

ফিরে এসে পেল না প্রিয়জন স্বাধীন দেশে স্বপ্ন কেঁদে মরে।

আরো পড়ুন