দুই কৃর্তিমানকে মুগসাইর প্রবাসী সংগঠনের আজীবন সম্মাননা

মোহাম্মদ শরীফ।

inside post

দেবিদ্বার উপজেলার মুগসাইরে দুই কৃর্তিমান ব্যক্তিকে আজীবন সম্মাননা দিয়েছে মোগসাইর এগার গ্রাম প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন। শুক্রবার বিকেলে মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয় কনফারেন্স রুমে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই উত্তরীয় পরিধান ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। আজীবন সম্মাননা প্রাপ্তরা হলেন মুগসাইর ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার, এগার গ্রাম বাজার কমিটির সভাপতি নোয়াব মিয়া মেম্বার ও মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলী হোসেন মাস্টার।

আজীবন সম্মাননা পর্বে নোয়াব মিয়া ও আলী হোসেন মাস্টারকে উত্তরীয় পড়িয়ে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী ও বিশিষ্ট ব্যাংকার মুখলেছুর রহমান। এসময় অতিথি মন্ডলী এই দুই কৃর্তিমান ব্যক্তির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

মোগসাইর এগার গ্রাম প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে গুনীজন সম্মাননা, ঈদ উপহার ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার মুখলেছুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, মো শফিকুল ইসলাম, মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয় কার্যকরী কমিটির সভাপতি জালাল উদ্দিন রেজভী, বিদ্যালয় প্রধান শিক্ষক জাকির হোসেন, এগার গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মতিন, এগার গ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মাকছুদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক হাজী খোরশেদ আলম, শেখ মো সেলিম, সাবেক মেম্বার শেখ মো ওমর ফারুক, ৯নং ওয়ার্ড মেম্বার জামাল মিয়া, ৭নং ওয়ার্ড সাবেক মেম্বার মো কামাল মিয়া, বিদ্যালয় শিক্ষক বাকি বিল্লাহ, সমাজ সেবক মঙ্গল মোল্লা, মামুন মিয়া, সাধন দেবনাথ, রাখাল দাস, নারায়ণ শুক্লদাসসহ মুগসাইর গ্রামের প্রবীন ও তরুণ সদস্যরা।

মোগসাইর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি আবদুস সামাদ বলেন, ‘কৃর্তি মানের মৃত্যু নেই। আমরা গ্রামের দুই কৃর্তিমানকে সম্মাননা জানাতে পেরে আমরা আনন্দিত।

আরো পড়ুন