আগামী সংসদ নির্বাচনে সদরে নমিনেশন চাইবেন সীমা

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লায় সমাবেশ

inside post

প্রতিনিধি।।
৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে যারা মেরেছিলো তাদের উত্তরসূরীরাই ২১ আগস্ট আমার নেত্রীকে মারতে চেয়েছিলো। ২০০৪ সালে গ্রেনেড হামলার পর কুমিল্লাতে যারা সেদিন মাঠে ছিলো তারা এখন দিন এনে দিন খাচ্ছে, অথচ কুমিল্লাতে আমার নেত্রীর দেওয়া ক্ষমতাকে অপব্যবহার করছে আওয়ামী লীগ নামধারী কিছুৃ মানুষ। আমি আগামী সংসদ নির্বাচনে নেত্রীর কাছে সদর আসনে নমিনেশন চাইবো, আশা করি নেত্রী আমাকে ফেরাবেন না।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একাংশের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় এসব কথা বলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা।
সোমবার বিকালে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ মডার্ন কমিউনিটি সেন্টারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য অ্যাড. আনিসুর রহমান মিঠু, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, জাতীয় শ্রমিক লীগ কুমিল্লা জেলা শাখার আহবায়ক মনিরুল ইসলাম ঝান্টু, কুমিল্লা জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা কবির উদ্দিন মিন্টু, কুমিল্লা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মানিক চন্দ্র ভৌমিক, কুমিল্লা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুর বারী চৌধুরীসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরো পড়ুন