কুমিল্লায় প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্বে নেই কোন নারী
লিফলেট বিতরণ ও সভায় উপস্থিতিতে সীমাবদ্ধ
মহিউদ্দিন মোল্লা।।
দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে লিফলেট বিতরণে সীমাবদ্ধ নারীরা। নারীরা নেই ৯১জন প্রার্থীর কারো প্রধান নির্বাচনী এজেন্টের মতো দায়িত্বে। নারীরা বলেন, লিফলেট বিতরণ,নির্বাচনী সভার সামনে নারীর অংশগ্রহণ থাকলেও নেই গুরুত্বপূর্ণ দায়িত্বে। দায়িত্ব পেলে তারাও ওইসব কাজ দক্ষতার সাথে করতে পারবেন।
নির্বাচন অফিসের সূত্রমতে, কুমিল্লা জেলার ১১টি আসনে মোট ভোটার ৪৬লাখ ৬হাজার ২০৯জন। পুরুষ ভোটার ২৩লাখ ৬৬হাজার,নারী ভোটার ২২লাখ ৩৯হাজার ৯৫০জন। মোট প্রার্থী ৯১জন। তার মধ্যে ৪জন নারী প্রার্থী।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মুন্নী বলেন,দক্ষিণ জেলার কোথাও নারীকে প্রধান নির্বাচনী এজেন্ট করেছে বলে আমার জানা নেই। দায়িত্ব পেলে আমরা দক্ষতার সাথে যে কোন কাজ করতে পারবো। নারীদের এগিয়ে দেয়ার সংস্কৃতি এখনও গড়ে উঠেনি।
কুমিল্লা উত্তর জেলা মহিলালীগের সভানেত্রী শিরিন সুলতানা বলেন,কুমিল্লা উত্তর জেলার আসন গুলোতে প্রধান নির্বাচনী নারী এজেন্ট নেই। দল গুলো সেইভাবে নারীদের গড়ে তুলছে না।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড.হোসনেয়ারা বকুল বলেন,আমরা লড়াই করে এই পর্যায়ে এসেছি। কেউ কাউকে জায়গা করে দেয় না।
নারী উন্নয়ন ফোরাম,কুমিল্লার সভাপতি রাশেদা আখতার বলেন,নারীদের ক্ষমতায়নে দল গুলোর অবহেলা রয়েছে। আরপিও অনুযায়ী মূল দলীয় কাঠামোতে নারীদের ৩৩% শতাংশ অন্তর্ভুক্ত করার বাধ্যবাধকতা আজও বাস্তবায়িত হয়নি। নারীদের নির্বাচনে অংশগ্রহণের জন্য তেমন পরিকল্পনা নেই রাজনৈতিক দল গুলোতে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম.রুহুল আমিন বলেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী। নারীরা এগিয়ে যাচ্ছে। উত্তর জেলায় নারী নেত্রীদের দিয়ে নির্বাচনে গুরুত্বপূর্ণ কাজ করেছি। আশা করি পর্যায়েক্রমে তারা প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্বও পালন করবেন।