‘যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে’
প্রতিনিধি।।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, এই মামলার একটি ক্যাসেট নাগরিক টিভি বের করেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারাই সাক্ষী দিয়েছে কারা এ ঘটনা ঘটিয়েছে। আমার বিরুদ্ধে এ মামলা উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, সাজানো। আর কোন দিন যদি সুযোগ আসে, তাহলে মন্ত্রীত্ব পাওয়ার আশায় যারা এ মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে মামলার শুনানিতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, আমি যে মামলার হাজিরা দিতে এসেছি, এই মামলার ঘটনার ৬ মাস আগে ও পরে আমি বাড়িতে আসি নাই। আমার বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে এ ঘটনা। আমার নির্বাচনী এলাকায় আমি প্রতিদ্বন্দ্বী হবো বলে তিনি এলাকা ভাগ করেন। ভাগ করার পরও, আমি যখন ওনার আসনে নির্বাচন করব জানতে পেরেছে, তখন জোর করে সর্বোচ্চ প্রশাসনিক সহযোগিতা নিয়ে ২০১৮ তে আমাকে সম্পূরক মামলার আসামি করা হয়। আমার জামিন থাকা সত্বেও কুমিল্লা দায়রা জজ আদালতে আমার জামিন বাতিল করে কারাগারে পাঠায়। জামিনে আসার পর থেকে এ মামলার হাজিরা দিয়ে যাচ্ছি।
উল্লেখ্য-২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় বাসে আগুন দিয়ে ৮ জন হত্যা এবং কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় পৃথক দুটি মামলার শুনানি হয় কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে। ওই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়। ওই মামলার হাজিরা দিতে আসেন মনিরুল হক চৌধুরী।