ঠিকাদারকে পেটানো সেই স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রতিনিধি।।
কুমিল্লায় শিক্ষা প্রকৌশলের দরপত্র নেওয়াকে কেন্দ্র করে ঠিকাদার মো. মাসুদুল ইসলাম বাবুকে পেটানোর ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম রিন্টুসহ ১৯জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. ফিরোজ হোসেন।
মামলার আসামিরা হলেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, ধর্মসাগর পাড় এলাকার সোহাগ (৪০), রেইসকোর্স এলাকার ইয়াছিন (৩৭), শাসনগাছা এলাকার জালাল ওরপে কালা জালাল(৩৮)।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, হামলার শিকার হওয়ার অভিযোগে ঠিকাদার মো. মাসুদুল ইসলাম বাবু নিজে বাদী হয়ে মঙ্গলবার রাতে অভিযোগটি দায়ের করেন। আমরা মামলা গ্রহণ করেছি। আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে।

inside post


এর আগে সোমবার (১ এপ্রিল) দুপুরে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুসহ তার নেতাকর্মীদের হামলার শিকার হন ঠিকাদার মাসুদুল ইসলাম বাবু। কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার শিক্ষা প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য-অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম রিন্টু কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার গ্রুপের নেতা।অপরদিকে ঠিকাদার মাসুদুল ইসলাম বাবু সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা গ্রুপের নেতা।

আরো পড়ুন