কুমিল্লার প্রয়াত কৃতিমানদের স্মরণের উদ্যোগ

যাত্রিক নাট্য গোষ্ঠীর ৫০ বছরে পদার্পণ

মোহাম্মদ শরীফ।
কুমিল্লার যাত্রিক নাট্য গোষ্ঠী ৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে কুমিল্লার প্রয়াত কৃতিমানদের স্মরণ করা হবে।
শনিবার কুমিল্লা প্রেসক্লাবে যাত্রিক নাট্য গোষ্ঠীর ৫০ বছর পদার্পণ উপলক্ষে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি হাসান ইমাম মজুমদার ফটিক এসব কথা জানান। এ সময় সংগঠনের লোগো উন্মোচন করা হয়।
লিখিত বক্তব্যে হাসান ইমাম মজুমদার ফটিক বলেন, ১৯৭৫ সালের ২৩ জুন ৯ জন সদস্য নিয়ে যাত্রিক নাট্য গোষ্ঠীর যাত্রা শুরু হয়। এর মধ্যে সাত সদস্য প্রয়াত হয়েছেন। সংগঠনটির সাথে এখনো রয়েছেন প্রতিষ্ঠাকালীন সদস্য হাশিম আপ্পু ও গিয়াস উদ্দিন। এই সময়ে যাত্রিক ১১ টি নাট্য উৎসব, ৯ টি প্রযোজনা ভিত্তিক নাট্যশালা, ৩ টি নাট্য বিষয়ক সেমিনার এবং ৫৩ নাটকের ৩০৬ টি রজনী মঞ্চায়ন হয়। যার মধ্যে যাত্রিক নাট্য গোষ্ঠী ২০২২ সালের ১১ নভেম্বর ভারতে শাস্তি নাটক মঞ্চস্থ করে প্রশংসা অর্জন করে।
সংগঠনটি গেলো ২৩ জুন ৫০ বছরে পদার্পণ করে। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে। যার মধ্য রয়েছে দুস্থ রোগীদের মধ্য মৌসুমী ফল বিতরণ, সংগঠকদের সম্মাননা, নাট্য কর্মশালার আয়োজন, কুমিল্লার প্রয়াত কৃতিমান ব্যক্তিদের স্মরণ করা। ভারতে গিয়েও নাটক মঞ্চস্থ করবে সংগঠনটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে অনুভূতি ব্যক্ত করেন যাত্রীকের প্রতিষ্ঠাকালীন সদস্য হাশিম আপ্পু, গিয়াস উদ্দিন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান, সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব।
উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি আবু নাছের মিয়াজি, সাধারণ সম্পাদক প্রণব কুমার সাহা, সহ সম্পাদক শাকির মোস্তফা, নির্বাহী সদস্য বিদ্যুৎ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এড.নজরুল ইসলাম, সদস্য ফারজানা রহমান তুলি, উম্মে সাদিয়া তুলি, অ্যাড.নেয়ামত উল্লাহ ও রুদ্র ভৌমিক প্রমুখ।