কুমিল্লায় ভানবাসিদের পাশে শবরকম
প্রতিনিধি।।
কুমিল্লায় ভানবাসিদের মাঝে খাবার সামগ্রী নিয়ে হাজির হয়েছে সামাজিক সংগঠন শবরকম। সোমবার জেলার বুড়িচং ও আদর্শ সদর উপজেলায় বন্যার পানিতে আটকে পড়া ১৪০০ লোককে দুপুরের খাবার বিতরণ করে সামাজিক সংগঠন শবরকম। শিমড়া, বলেশ্বর, রামপুর, কালখড়পাড় ও মৌলভীনগর গ্রামের তরুণদের নিয়ে গঠিত এই সংগঠনটি এই খাদ্য বিতরণ করে। বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের আশ্রয় কেন্দ্রে ৫৫০ জন, কোশাইয়াম গ্রামে ২০০ জন, সদর উপজেলার শিমড়া, বলেশ্বর, রামপুর, কালখড়পাড় ও মৌলভীনগরে ২০০ জন, রসুলপুরে ২০০ জন, কাটানিশারে ১০০ ও পিতাম্বর গ্রামে ১৫০ জন লোককে বাড়িতে গিয়ে এ খাবার বিতরণ করা হয়। ভরাসারের এলাকার অ্যাডভোকেট জালাল উদ্দিন, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ এবং আমিনুল ও মাসুমের নেতৃত্বে শবরকম সংগঠনের সদস্যরা এ ত্রাণ বিতরণ করে। রেমিট্যান্স যোদ্ধাদের উদ্যোগে এই কার্যক্রমে এলাকার লোকজনও অংশগ্রহণ করে।
বেসরকানি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এই ত্রাণ কাজে সহযোগিতা করে।