`প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চর্চা প্রয়োজন’

 

inside post

কুমিল্লা আইডিয়াল কলেজে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের দক্ষতা বৃদ্ধির জন্য মাসিক তথ্য সাময়িকী বিনামূল্যে বিতরণ ও আলোচনা সভা কলেজ মিলনায়তনে আয়োজন করা হয়। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন— কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন।

অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন— নিয়মিতি পাঠ্য বই পড়ালেখার পাশাপাশি সাধারণ জ্ঞান, খবরের কাগজ, ম্যাগাজিন পড়তে হবে। দেশের ও বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, ভাবতে হবে ও মনে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চর্চা করা খুবই প্রয়োজন, এই চর্চার মাধ্যমে উচ্চ শিক্ষা ভর্তি পরীক্ষায় কিছুটা অসাধারণ ফলাফল করতে পারে। বিশেষ অতিথি ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন। এসময় উপিস্থিত ছিলেন বাংলা বিষয়ের প্রভাষক মো: নাজমুল হোসাইন খান, আইসিটি বিষয়ের প্রভাষক ফাহিমা আক্তার। কলেজে মাসিক সাধারণ প্রতিযোগিতার আহবায়ক ফাহিমা আক্তার জানান, প্রতি মাসে শেষ সপ্তাহে মাসিক তথ্য সাময়িকী থেকে সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মেডিকেলের ভর্তি গাইড, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডসহ বিভিন্ন সহায়ক বই পুরষ্কার হিসেবে দেওয়া হয়।-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন