ভিক্টোরিয়ার ক্যাম্পাসে ফুল ফল ও ঔষুধি গাছ

 

প্রতিনিধি |
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের উচ্চমাধ্যমিক শাখায় এই বৃক্ষরোপণ করা হয়। এর উদ্যোগে নেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ যুব রেডক্রিসেন্ট।
দেখা যায়, কলেজের উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষকদের সাথে নিয়ে বিভিন্ন ফুল, ফল, ও ঔষধি কাছ রোপণ করেন কলেজের যুব রেডক্রিসেন্ট সদস্যরা।
এর আগে এ কর্মসূচি উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন,  প্রফেসর মনিরুল ইসলাম, প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, বৃক্ষরোপণ কর্মসূচির আহবায়ক প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন, রেডক্রিসেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিপন মিয়া, গোলাম জিলানী, ওমর ফারুক মজুমদার, যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা।
একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাসির উদ্দীন বলেন, আমাদের ক্যাম্পাস অনেক সুন্দর।  আমাদের ক্যাম্পাস আরো নয়নাভিরাম করতে গাছ লাগানো হচ্ছে। যুব রেড ক্রিসেন্টের এই উদ্যোগ প্রশংসনীয়।
উদ্বোধনকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূইয়া বলেন, বৃক্ষ রোপন সদকা। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার সব উপাদানই আসে বৃক্ষ থেকে।