রিক্সার গায়ে সাইদ- মুগ্ধদের বীরত্মগাঁথা

মহিউদ্দিন মোল্লা।।
রিক্সাচিত্রে উঠে আসছে শহীদ সাইদ ও মুগ্ধদের বীরত্মগাঁথা। রিক্সাচিত্র শিল্পীরা ২০২৪সালের ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামের গল্প তুলে ধরছেন। কুমিল্লায় প্রথমবারের মতো আয়োজিত রিক্সাচিত্র শিল্পীদের কর্মশালায় প্রশিক্ষক শিল্পী এস এম মালেক এই চিত্র আঁকেন। সম্প্রতি কর্মশালাটি আয়োজন করা হয় কুমিল্লা পদুয়ার বাজার এলাকার এস এ নূর আলী আর্ট সেন্টারে।
শিল্পী এস এম মালেক বলেন,আমাদের এ রিকশাচিত্র আশির দশকের বেশ দাপটে ছিলো। কিন্তু কালক্রমে তা আজ বিলুপ্তির পথে। তবে রিকশা চিত্র একেবারে হারিয়ে যায়নি। এর জৌলুস ফেরাতে আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করছি। এখানে আমরা আমাদের সিনেমা,ঐতিহ্যের সাথে জাতির আত্মত্যাগ ও বীরত্বেও গল্প তুলে ধরছি। এবার আমাদের রিক্সাচিত্রে উঠে এসেছে শহীদ সাইদ ও মুগ্ধদের আত্মদানের বীরত্মগাঁথা। আমরা পর্যায়ক্রমে ২০২৪সালের ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামের আরো গল্প ছবিতে তুলে ধরবো।
তিনি আরো বলেন,রিকশা চিত্র এখন দেশ ছেড়ে বিদেশেও সুনাম ছড়াচ্ছে;বিদেশিদের মুগ্ধও করছে। এ শিল্পের বিদেশে শতকোটি টাকার বাজার রয়েছে। আমাদের ছাত্ররা ভারত ও নেপালসহ বিভিন্ন দেশে এ শিল্পের ওপর কর্মশালা করেছে। ইতোমধ্যে রিকশাচিত্র দেশের ঐতিহ্য সংস্কৃতি হিসেবে ইউনেসকোর স্বীকৃতিও পেয়েছে।
অংশগ্রহণকারী প্রশক্ষণার্থী শিল্পী জীবন,সিরাজ,এসএ নূর আলী, আওয়াল ও সজিব খন্দকার বলেন, আমাদের তেমন লেখাপড়া নেই। ওস্তাদের থেকে আঁকা শেখা। ছবি আঁকার মাধ্যমে কুমিল্লা ও দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরছি।
শিল্পী ইলিয়াছ হোসাইন বলেন,রিক্সাচিত্র আমাদের লোক ঐতিহ্যের ধারক-বাহক। এর মাধ্যমে সময়ের গল্প তৃণমূলে পৌঁছানো যায় দ্রুত।

inside post
আরো পড়ুন