বন্ধুদের সান্নিধ্য পেতে স্মৃতির আঙিনায় ফেরা

 

 প্রতিনিধি।।
বন্ধুদের সান্নিধ্য পেতে স্মৃতির আঙিনায় ফিরেছেন তারা। কুমিল্লার লাকসাম উপজেলার  উত্তরদায় অবস্থিত হাসমতেন্নেছা আদর্শ পাঠশালার সাবেক শিক্ষার্থীরা এই আয়োজন করে। ২০০৫-২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা শনিবার বিকালে পাঠশালা আঙিনায় এই আয়োজন করে।


অনুষ্ঠানে গিয়ে দেখা যায়,শিক্ষক ও ক্লাসের সহপাঠিদের দীর্ঘদিন পরে দেখা পেয়ে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। কেউ শিক্ষা শিক্ষকদের পায়ে ধরে সালাম করেন,কেউবা বন্ধুদের জড়িয়ে ধরেন। কেউ ছবি বা সেলফি তোলেন। এছাড়া গান, আড্ডা,র‌্যাফেল ড্র ও স্মৃতিচারণে সময় কাটান তারা। তিন শতাধিক শিক্ষার্থীর উৎসব মুখর আয়োজনের সভাপতিত্ব করেন পাঠশালার অধ্যক্ষ নুরুজ্জামান জাহাঙ্গীর। অতিথি ছিলেন লাকসাম বিএন হাই স্কুলের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল, পাঠশালার চেয়ারম্যান মো. মিজানুর রহমান,পরিচালক দাউদ হায়দার সিদ্দিক বুলবুল,আবদুল ওয়াদুদ খোকন ও ফখরুজ্জামান পাটোয়ারী।


আয়োজক কমিটির অন্যতম আহবায়ক ওমর ফারুক বাবলু বলেন,এই স্কুলে আমাদের জীবনের সোনালি সময় কেটেছে। অনেক দিন প্রিয় শিক্ষক ও বন্ধুদের দেখি না। আজকের আয়োজনের কারণে সবার সাথে দেখা হয়েছে। অনেক ভালো সময় কেটেছে।
পরিচালক দাউদ হায়দার সিদ্দিক বুলবুল,আবদুল ওয়াদুদ খোকন ও ফখরুজ্জামান পাটোয়ারী বলেন, ২০০১সালে হাসমতেন্নেছা আদর্শ পাঠশালাটি প্রতিষ্ঠিত হয়। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এটি ২৪বছরে পা রেখেছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে ভালো করছে, এটাই আমাদের বড় পাওয়া।