‘বিবাহ বার্তা দিচ্ছে রসমালাই সাময়িকী’

 

অফিস রিপোর্টার।।
অবিবাহিত তরুণদের মাঝে বিবাহ বার্তা নিয়ে প্রকাশ হচ্ছে রসমালাই সাময়িকী। বিবাহ বিষয়ক প্রবন্ধ, গল্প, স্মৃতিকথা, কবিতা, রম্য রচনা, আইন-আদালত, ধর্ম, কৌতুক নিয়ে প্রকাশ হয় এ সাময়িকীতে। ২৩ অক্টোবর রসমালাই সাময়িকীর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় অনার্সের অবিবাহিত শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বার্ষিক রসমালাই সম্পাদক আবু সুফিয়ান রাসেল বলেন, আমার বিবাহ উপলক্ষে প্রথম ম্যাগাজিন প্রকাশ করি। বিবাহ বার্ষিকীর স্মৃতিকে ধরে রাখতে প্রতিবছর অক্টোবর মাসে এ প্রকাশনা করে থাকি। তরুণদের বিবাহ বার্তা দিচ্ছে এ রসমালাই সাময়িকী। উপযুক্ত সময়ে সবার বিবাহ করা হলো বৈজ্ঞানিক পদ্ধতি। এটি ধর্মের অনুশাসন। তরুণরা বিবাহের বাজারকে ভয় পায়। বাংলাদেশের বিবাহ পদ্ধতিকে সহজ করা দরকার।

 

মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন শিক্ষক মুঈন উদ্দিন, বিএনসিসি কলেজ শাখার সিইউও শান্ত দেবনাথ, ক্যাডেট সার্জেন্ট নূর নবী, বিতর্ক পরিষদ সভাপতি অভিষেক কর, সাধারণ সম্পাদক প্রমী দেবনাথ, রোভার মেট মো. ফয়সাল, কলেজ থিয়েটার সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, মাকসুদা আক্তার,
যুব রেড ক্রিসেন্টের সহকারী দল নেতা আব্দুল কাদির জিলানী নিলয়, উপ-সহকারী দল নেতা কামরুল হাসান, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী, সাহিত্য পত্রিকা ক্যাম্পাস বার্তার নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সদস্য আমান উল্লাহ বাঁধন, আফরোজা আক্তার লিজা, স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন কলেজ ইউনিট সভাপতি গাজী রাসেল হোসাঈন, সাধারণ সম্পাদক ইমন হোসাঈন, বিএনসিসি বিমান শাখার সার্জেন্ট হালিমা আক্তারসহ কলেজের বিভিন্ন বিভাগে অধ্যায়নরত অবিবাহিত তরুণরা ।