কেঁচো সার তৈরি ও আঙুর চাষে ১০জন কৃষককে সম্মাননা
প্রতিনিধি।।
কেঁচো সার তৈরি ও আঙুর চাষসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কুমিল্লার দেবিদ্বারে ১০জন কৃষককে সম্মাননা ও শুভেচ্ছাপত্র প্রদান করা হয়। এছাড়া পাঁচজন উপসহকারী কৃষি কর্মকর্তা, অফিসের তিনজন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা দেন অতিথিরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলা কৃষি অফিস ট্রিনিং সেন্টারে এ সম্মাননা দেয়া হয়।
সভায় উপজেলা কৃষি অফিসার বানিন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোঃ আইউব মাহমুদ। বিশেষ ছিলেন কুমিল্লার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান। সঞ্চালনা করেন দেবিদ্বার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসান নাফি।
ভার্মি-কম্পোস্ট(কেঁচো সার) উদ্যোক্তা হিসেবে তুলাগাঁও ব্লকের কৃষক মোঃ কামরুল হোসাইন, নবিয়াবাদ ব্লকের কৃষক মোঃ সালাউদ্দিন মাসুদ, জাফরগঞ্জ ব্লকের কৃষক কাওছার হামিদ, বীজ উদ্যোক্তা ও নতুন জাত সম্প্রসারণে অবদানের জন্য কুরছাপ গ্রামের কৃষক রফিক আহমেদ,আঙুরসহ অন্যান্য ফল চাষের জন্য ছেপাড়া গ্রামের কৃষক মোঃ আবুল ফয়েজ মুন্সী, ওয়াহেদপুর গ্রামের কৃষক আতিকুর রহমান এবং দেবিদ্বার পৌরসভার কৃষক মোঃ আনোয়ার রহমানকে,কৃষি যান্ত্রিকীকরণে উদ্যোক্তা হিসাবে ভানী ইউনিয়নের মোঃ রাসেল ভুঞা ও ইউছুফপুর ইউনিয়নের কৃষক মোঃ এমদাদুল হক, সবজি চাষে জৈব বালাই ব্যবস্থাপনার জন্য পৌরসভা ভোষনার কৃষক ওসমান সরকারকে সম্মাননা দেয়া হয়েছে।
এদিকে ইউছুফপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পৌরসভা ব্লকের এ টি এম রাশেদুজ্জামান সরকার এবং ভৈষেরকুট ব্লকের মরিয়মের নেছা, সমলয় চাষাবাদ বাস্তবায়নে অবদানের জন্য এলাহাবাদ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, আউশ আবাদ বৃদ্ধিতে অবদানের জন্য বল্লভপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামকে সম্মাননা দেয়া হয়।
অফিসের তিনজন কর্মকর্তা-কর্মচারী হচ্ছেন,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লিটন চন্দ্র দত্ত,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোজাম্মেল হক সরকার ও প্লান্ট প্রটেকশন মোকাদ্দম মোখলেছুর রহমান।