১৬ দিনে পাল্টে গেছে কোম্পানীগঞ্জের দুই দশকের যানজট
এন এ মুরাদ,মুরাদনগর।
কোম্পানীগঞ্জ। কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি প্রসিদ্ধ বাজার। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের এই বাজারে সারা দিনই থেমে থেমে যানজট লেগে থাকতো। যানবাহন চালক ও যাত্রীদের নিকট বাজারটি ছিলো ভোগান্তির অপর নাম। তবে দুই দশক ধরে চলা সেই চিত্র মাত্র ১৬ দিনে পাল্টে গেছে। কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কে এখন আর যানজট নেই।
সরেজমিন দেখা যায়,ছক অনুযায়ী সড়কে ডিভাইডার তৈরি করা হয়। সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত ১৭ জন কর্মী যানজট নিরসনে নিয়োজিত আছেন। এতে যত্রতত্র যানবাহন দাঁড়াতে পারছে না। এতে যানজট অনেক কমে গেছে। দূর হয়েছে কোম্পানীগঞ্জের দুই দশকের জনদুর্ভোগ। স্বস্তি ফিরেছে জনমনে।
ঢাকাগামী বাস যাত্রী এহসান জুবায়ের বলেন, গত আগস্ট আগ পর্যন্ত শুধু কোম্পানীগঞ্জ থেকে বের হয়ে পান্নারপুল পৌঁছাতে এক ঘণ্টা সময় লাগতো! এখন এমনটা হয় না।
কুমিল্লাগামী নাহার নামে এক যাত্রী বলেন আধা ঘণ্টা কম সময়েই গাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট পৌঁছে যায়। এটা আগে কল্পনা করা যেতো না।
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইদ্রিস জানান, মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশনা মোতাবেক সড়কের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছি। এর আগে সড়কে চাঁদাবাজি হতো। আমরা চাঁদাবাজ ও যানজট মুক্ত কোম্পানীগঞ্জ গড়েছি।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. সিফাত উদ্দিন বলেন, যানজট নিরসনে চলমান উদ্যোগকে সাধুবাদ জানাই। আসলে সম্মিলিত প্রচেষ্টা থাকলে সবই সম্ভব। এর বাস্তব উদাহরণ কোম্পানীগঞ্জের দৃশ্যপট।