মায়ের লাশের অংশ কুড়িয়ে নিয়েছেন মেয়ে!

চালকের সাত মৃত্যু
বাকশিমুলে এত লাশ, শোকে কাতর গ্রাম
প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাকশিমুল রেল ক্রসিংয়ে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। বাকশিমুল গ্রামের মানুষ আগে একদিনে এত লাশ দেখেনি। পাঁচ লাশ দেখে গ্রামবাসী এখন শোকে কাতর। চালকের ভুলে এত মৃত্যু হয়েছে বলে গ্রামবাসীর মন্তব্য। এদিকে ছড়িয়ে যাওয়া মায়ের লাশের অংশ কুড়িয়ে নিতে দেখা যায় এক মাকে।
নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাকশিমুল পূর্বপাড়ার মনির হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার (৩৩),
মনসুর আলীর ছেলে আলী আহাম্মদ (৭৭),বাকশিমুল মির্জাপুকুরপাড়ের আলী আশরাফের স্ত্রী সফর জান বেগম (৬৫), বাকশিমুল উত্তরপাড়ার আবদুল মালেকের স্ত্রী লুৎফা বেগম (৬০), তৈয়ব আলীর ছেলে চালক
শাহজাহান শাজু (৪০),খোদাইধুলি গ্রামের আসমত আলীর ছেলে রফিজ আলী (৬৫) ও ফজলু মিয়ার স্ত্রী হোসনে আরা (৬০)। এদিকে বাকশিমুল গ্রামের ৫বাড়িতে ৫জনের মৃত্যতে এলাকায় স্বজনদের মাঝে মাতম চলছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হচ্ছিলো, এসময় যাত্রীবাহী অটোরিকশাটি রেল লাইনে উঠে পড়ে। ট্রেনে ধাক্কায় অটো রিকশা ও মরদেহ ধুমড়ে মুছড়ে যায়। অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরো তিন যাত্রীর মৃত্যু হয়।
ওসি আরো জানান, ট্রেনের ইঞ্জিনের আটকে অটো রিকশাটি আধা কিলোমিটার দূরে কালিকাপুর এলাকায় গিয়ে পড়ে। নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে।

inside post


পাশের আনন্দপুর গ্রামের বাসিন্দা লেখক জাহাঙ্গীর আলম জাবির বলেন, রিকশাটি বাকশিমুল বাজার থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলো। কয়েকজন বাকশিমুল বাজার থেকে সদাই কিনে ফিরছিলেন। কারো সাথে বাজারের ব্যাগ ও দুধের বোতল ছিলো। এমন বীভৎস দুর্ঘটনা আর দেখিনি। মানুষের মরদেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলো। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা কামাল।

তিনি জানান, এই রেলক্রসিংটা অরক্ষিত। এখানে কোন রেলগেইট নেই। মূলত অটোরিকশা চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে এসে একজনের মরদেহ পেয়েছি। বাকি মরদেহ স্বজনরা নিয়ে গেছে। এদিকে নিহতের ঘটনায় সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসানকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি ঘটনা করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

আরো পড়ুন