অভিযান দেখে ফার্মেসি মালিকরা দোকান বন্ধ করে পালিয়ে যান!
দেবিদ্বারে তিনটি ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা
প্রতিনিধি।।
দেবিদ্বারে তিনটি ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণা ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শণ, সংরক্ষণ ও বিক্রি দায়ে এ জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ফার্মেসিগুলোতে অভিযান চালান দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম। এসময় অভিযোগ দায়ের করেন কুমিল্লা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা।
এ অভিযানে, বড়শালঘর ফার্মেসিকে ৫০ হাজার, গোমতী মেডিকেলকে ৩০ হাজার ও সেবা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কুমিল্লা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা বলেন, কুমিলা ঔষধ প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। আজ দেবিদ্বারে অনুমোদনহীন ও নিষিদ্ধ ঔষধ বিক্রি করে কিনা জানতে অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ফার্মেসি মালিক দোকান বন্ধ করে পালিয়ে গিয়েছে। অভিযান চলাকালে তিনটি ফার্মেসিতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণা ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শণ, সংরক্ষণ করা দেখতে পাই। এ কারণে জরিমানাসহ ভবিষ্যতে ওইসব ঔষধ বিক্রি না করতে বলা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।