জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে; তারেক মুন্সি
প্রতিনিধি |
কুমিল্লার দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জাফরগঞ্জ গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনের খেলার মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তারেক জিয়া যাতে দেশে না আসতে পারে। ম্যাডাম জিয়া যাতে আবার গৃহবন্দী হয়ে থাকে, সেই ষড়যন্ত্র চলছে। বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। মেডাম জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি সবার পাশে আছি।
জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা অলি উল্লাহ সওদাগরের সভাপতিত্বে ও নেয়ামত উল্লাহর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির আহবায়ক ভিপি মাহফুজ, সদস্য সচিব আলীম পাঠান, দেবিদ্বার উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব রাকিব হাসান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল-আমিন, শুভ আহমেদ ও আল-আমিন শুভ প্রমুখ।
তারেক মুন্সি আরো বলেন, দেবিদ্বারের অনেকেই বলে বিএনপির মধ্যে গ্রুপিং আছে। তারা অবৈধভাবে কমিটি দিয়ে বিএনপির বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি? ম্যাডাম জিয়া, তারেক রহমান ও বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ যাকে ধানের শীষের নমিনেশন দিবে, আমরা তার পক্ষে কাজ করব। যারা বিগত দিনে ধানের শীষে বিপক্ষে কাজ করেছে, তারাই আজকে অবৈধভাবে কমিটি দিচ্ছে। তাদেরকে হাতজোড় করে বলতে চাই? আগে সংগঠনের নিয়ম-কানুন মানার চেষ্টা করেন। আমরা কারোর প্রতিদ্বন্দ্বী নই।