আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ ওলামা কমিটি

সভাপতি আবু বকর ছিদ্দিকী নোমানী,   সম্পাদক  জাহাঙ্গীর আলম জাবির
কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলা নিবাসী উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল রাহনুমায়ে তরিকত বাহরূল উলুম ছ্যৈয়দ হাছান আলীর(রাহ:) প্রতিষ্ঠিত দরবার “উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার” শরীফের উদ্যোগে আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ ওলামা কমিটি গঠন উপলক্ষে ১১ জানুয়ারি, শনিবার দুপুরে দরবার শরীফ কমপ্লেক্সে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাসানী মা:জি:আ: এর সভাপতিত্বে ও শাহজাদা মাওলানা ছৈয়্যদ ওমর ফারুক নোমানী ও শাহজাদা মুফতি ছৈয়্যদ ছাবের আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক, সংগঠক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মাওঃ মোঃ মাহবুব রেজা কাদরী, মাওঃ আগা মোঃ নূরে আলম খাঁন,মাওঃ মোঃ শাহিনুল ইসলাম, হাফেজ মোঃ মোশাররফ হোসেন, মাওঃ মোঃ হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম শাকেরী, মাওঃ মোঃ ছানাউল হাসান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ ওলামা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দরবার শরীফের বর্তমান পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাসানী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক, সংগঠক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। সহ-সভাপতি মনোনীত হয়েছেন উক্ত দরবার শরীফের চার শাহজাদা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রভাষক মাওঃ কাজী মোঃ আল ইমরান। উল্লেখ্য,আগামী ১১ ফেব্রুয়ারি, ২৮ মাঘ, মঙ্গলবার উক্ত দরবার শরীফের ১৬৮ তম ওরছ মাহফিল মহা সমারোহে অনুষ্ঠিত হবে।-প্রেস বিজ্ঞপ্তি।

inside post
আরো পড়ুন